পিরোজপুরে পেঁপের মধ্যে ১৫১ পিস ইয়াবা

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর শহরের পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাধনা ব্রীজের পশ্চিম পাশের একটি ফলের দোকানে তল্লাশি চালিয়ে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা একটি পাকা পেঁপের মধ্যে থেকে ১৫১ পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা না হলেও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুল হক জানান, আমরা তদন্ত কাজ চালাচ্ছি। তবে, ওই কর্মকর্তা প্রাথমিক পর্যায় জব্দকৃত ইয়াবাকে পরিত্যাক্ত বলছেন। এদিকে, স্থানীয় ব্যাবসায়ীরা বিষয়টিকে নাটকীয় মনে করছেন। এ ব্যপারে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিষয়টি ধোয়াশার মধ্যে রয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় ইফতারির কিছু পর ফল বিক্রেতা তাহারুলের দোকানে একজন ক্রেতা ৪শ’৩০ টাকার ফল ক্রয় করেন। এরপর সে মিষ্টি কিনবেন বলে ফলের ব্যাগটি সেখানে রেখে তিনি আর ফিরে আসেননি। বিষয়টি জানাজানি হলে গোয়েন্দা প্রলিশের সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি পাকা পেঁপের মধ্যে পলিথিনে মোড়ানে আবস্থায় ১৫১ পিচ ইয়াবা পান।