ইন্দুরকানীতে বজ্রপাতে সুপারি ব্যাবসায়ীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ইন্দুরকানীতে বজ্রপাতে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য কিসলু গাজী জানান বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মোয়াজ্জেম হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার (৪৫) দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তিনি নিহত হন। এসময় একটি গরুও বজ্রপাতে মারা যায়। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আব্বাস হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে।