পিরোজপুরে জিয়াউর রহমানে ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালন

পিরোজপুর প্রতিনিধি ॥
বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৭তম মৃত্যু বার্ষিকী পালন করেছে পিরোজপুর জেলা বিএনপি। বুধবার বিকালে জেলা বিএনপি কার্যালয় শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির নির্বাহী কমিটি সদস্য, জেলা বিএনপির সাধারন সম্পাদক শিক্ষক নেতা আলমগীর হোসেন উপরোক্ত মন্তব্য করেন। সকালে কোরআনখানী, কালো ব্যাচ ধারনসহ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর জেলা বিএনপি এই দিনটি পালন করেন। জেলা বিএনপির সহ-সভাপতি এম,ডি লিয়াকত আলী শেখ বাদশার সভাপতিত্ত্বে বিকালের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকম, আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, মির্জা জহিরুল হক, বিএনপি নেতা নাদির খান রাজু সহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।