গৌরনদীতে বাল্যবিবাহ নিরোধে মাঠ পর্যায়ে করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সার্বিক সহযোগীতায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, ম্যারেজ রেজিষ্টার কাজী, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, স্কুল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে “উদ্ভাবনী উপায়ে বাল্যবিবাহ নিরোধে মাঠ পর্যায়ে করনীয়” শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষন কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবী সংস্থা আভাস এর প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় বিশ্বাস, গৌরনদী উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আবুল হাসান, নলচিড়া ইউনিয়নের পুরোহীত দিলিপ কুমার মুখার্জী প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও ম্যারেজ রেজিষ্টার কাজীসহ সমাজে নেতৃত্ব দানকারী নানা-শ্রেনী পেশার সর্বমোট ৫৫জন প্রতিনিধি ওই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন।