পিরোজপুরে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কলাখালী ও মঠবাড়িয়ায় পৃথক পৃথক বন্ধুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে । এসময় ডিবি ও থানা পুলিশের ৮ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ ।
পুলিশ সুত্রে জানাযায়, রবিবার দুপুরে পিরোজপুর পৌরসভার উত্তর কৃষ্ণ নগর এলাকা থেকে মোঃ অহিদুজ্জামান ( ৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি ইউনিট। তার দেওয়া তথ্যনুযায়ী সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের টোনা সেতু সংলগ্ন কৈবর্তখালী গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সেখানে গেলে অহিদুজ্জামানের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ডিবি পুলিশের কাছ থেকে অহিদুজ্জামানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় । সে সময় মাদক ব্যবসায়ী অহিদুজ্জামানের সঙ্গীদের আঘাতে ডিবি পুলিশের এ.এস.আই আল-আমিন ও ডিবি পুলিশ কনেষ্টবল মোস্তাফিজুর রহমান গুরতরভাবে জখম হয় । পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায় । এসময় মাদক ব্যবসায়ী অহিদুজ্জামান পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনা স্থলেই সে নিহত হয় । সেখান থেকে নিহত অহিদুজ্জামান ও আহত ২ ডিবি পুলিশ সদস্যকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি, ২টি বগি দা, ১৭৫ টি ইয়াবা ট্যাবলেট,৫০ গ্রাম গাজা,অস্ত্র তৈরির সরঞ্জামাদি , মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। নিহত মাদক ব্যবসায়ী মোঃ অহিদুজ্জামান স্বরূপকাঠি উপজেলার দক্ষিন কৌরিখাড়া গ্রামের মৃত: আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক,সন্ত্রাসী,অস্ত্র মামলা সহ মোট ৮ টি মামলা রয়েছে । রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত মাদকের একটি মামলায় তাকে ৭ বছরের কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে, সোমবার রাত ২ টার দিকে মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মছুয়া এলাকার খায়ের গনিপাড়া গ্রামে গেলে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ডাকাত ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩৬) ও তার সঙ্গীয়রা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করে। সে সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যায় । এসময় মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল আমিন সহ পুলিশের ৬ সদস্য গুরুতর আহত হয় । ওসি (তদন্ত) মো. মাজহারুল আমিনের বাম হাতে গুলি লাগে। মিজানুর মঠবাড়িয়া আঞ্চলিক ডাকাতদের হোতা ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ । তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে বলে জানায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.