কমলগঞ্জে বিধাব মহিলাদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরন

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভার মেয়র এর পারিবারিক সদস্যদের অর্থায়নে পৌরএলাকার ৫০জন অসহায় বিধবা মহিলাকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৭ মে সকাল ১১টায় মেয়রের বাসায় এ ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।
বদরউদ্দিন এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মুসলিমা বেগম, এ্যানি বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মইনুল ইসলাম খান, কয়েস উদ্দীন, মাহমুদ আলী প্রমুখ। অনুষ্টানে ৫০জন বিধবা মহিলাকে ১কেজি ডাল, চিনি, চানা, পেয়াজও সেমাই বিতরণ করা হয়। এছাড়া ১০জন এতিম ছেলেদেরকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।