কমলগঞ্জে ইয়াবাসহ দুইজন আটক

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ পুলিশ ২জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টায় কমলগ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে ২ জনকে আটকের পর তাদের কাছ থেকে ও গোপন আস্তানা থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক ধামের নেতৃত্বে পুলিশের অভিযানে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে এ গ্রামের আলী বরদী খানের ছেলে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আহমদ খান (৩০) ও বদরুল মিয়া (২২)-কে আটক করা হয়। বদরুল বালিগাঁও -এর মৃত ফারুক মিয়ার ছেলে। পুলিশ আহমদ খানের কাছ থেকে তাৎক্ষনিক ১০ পিছ ইয়াবা উদ্ধার করে।
এরপর তাদেরকে নিয়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধলাই নদীর নতুন সেতুর একটি বিলবোর্ডের নিচে গোপন আস্তানা থেকে আর ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কমলগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ ঘটনায় শুক্রবার কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ মামলার বাদী এসআই চম্পক ধাম জানান, আটক দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবারই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম ৬০ পিছ ইয়াবাসহ ২ জন আটক ও মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কমলগঞ্জে মাদক বিরোধী ধারাবাহিক অভিযান চলবে।