নাজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুবলীগ নেতা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি//
পিরোজপুরের নাজিরপুরে শাহীন শেখ (৩২) ও সোহান মল্লিক (৩০) নামে ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোয়া তিন কেজি গাঁজা ও ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাহীন শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের সাহেদ শেখের ছেলে। সে ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল স্বর্ণকার। আটক সোহান মল্লিক উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের আলতাফ মল্লিকের ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযানে শাহীন শেখকে তার বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিচ ইয়াবা ও ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সোহান মল্লিককেও তার বাড়ী থেকে আটক করে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।