পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় জেলা পরিষদ সদস্য নিহত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামান মিঠু (৪০) নিহত হয়েছেন। নিহত মিঠু পিরোজপুরের সিকদার মল্লিক ইউনিয়নের মো. হাবিবুর রহমান সিকদারের ছেলে। আজ বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিস এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত মিঠুর মা রওশনারা বেগম ও জেলা পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম সুমন জানান, মিঠু মোটরসাইকেল নিয়ে বাসা থেকে একটি মামালার ব্যাপারে জজ আদালতে যাবার জন্য রওনা হয়। ফায়ার সার্ভিস এলাকায় পৌছুলে বিপরীত থেকে আসা একটি ইজিবাইকের সাথে মিঠুর মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে মাথায় এবং মুখমন্ডলে প্রচন্ড আঘাত পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া বলেন, মিঠুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা এবং মুখমন্ডলে গুরতর আঘাত লেগে ফেটে প্রচুর রক্তক্ষরন হয়েছে। সে কারনেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি মো. জিয়াউল হক জানান, দূর্ঘটনার পরপরই ইজিবাইকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।