কমলগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারদের আর্থিক সহায়তা

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত ও আহত পরিবার সমুহকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২৩ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব পরিবার সমুহকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আদমপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত প্রবাসী জসিম উদ্দীন (২৫) পরিবারকে সরকারিভাবে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। নিহত প্রবাসীর স্ত্রী পারভীন বেগমের হাতে সরকারী সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।