স্বরূপকাঠিতে ফার্মেসী ও তেলের মিলে ভ্রাম্যামান আদালতের জরিমানা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বন্দর ও কৌরিখাড়া বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার ওই ভ্রামামান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন। এসময় তার সাথে পিরোজপুরের ঔষধ তত্বাবধায়ক অদিতি স্বর্না ও নেছারাবাদ থানার এএসআই মো. আলাউদ্দিন সহ কোট সহকারি কর্মকর্তারা ছিলেন। জানাগেছে, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরের ৬টি মেডিসিনের দোকানে অভিযান চালিয়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ আইনে ৮৫ হাজার টাকা এবং কৌরিখাড়া বিসিক শিল্প নগরীর প্রগতি কোকোনাট ওয়েল মিলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত বিসিক শিল্প নগরীর ওই মিলে অবৈধভাবে জুস তৈরীর সরঞ্জামাদি দেখতে পেয়ে তা ধ্বংস করে।