গৌরনদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বড় কসবা হযরত মল্লিক দুতকুমার পীরের মাজার এলাকা থেকে ২১ (একুশ) পিস ইয়াবাসহ ও উপজেলার মাহিলাড়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সাগর মোল্লা (২২) এবং কালাম হাওলাদার (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বড় কসবা হযরত মল্লিক দুতকুমার পীরের মাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পীরের মাজারের পশ্চিম পাশের সড়কের ওপর থেকে ২১ (একুশ) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর মোল্লাকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী সাগর মোল্লার বাড়ি উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী গ্রামে। সে ওই গ্রামের দুলাল মোল্লার ছেলে।
অপর দিকে গৌরনদী মডেল থানার এসআই মোঃ সামছু উদ্দিন একই দিন রাত সাড়ে ৯টার দিকে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মাহিলাড়া এলাকার মাহিলাড়া-কালিবাড়ি সড়কের লালপোল এলাকায় অভিযান চালায়। এ সময় লালপোল নামে পরিচিত ব্রীজের ওপর থেকে ১০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কালাম হাওলাদারকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী কালাম হাওলাদারের বাড়ি উপজেলার দক্ষিন পিঙ্গলাকাঠী গ্রামে। সে ওই গ্রামের মৃত এরফান উদ্দিন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় থানার এসআই মোঃ মেহেদী হাসান ও এসআই মোঃ সামছু উদ্দিন বাদি হয়ে ওই রাতেই গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতার হওয়া সাগর মোল্লা ও কালাম হাওলাদার এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।