কীটনাশক পানে মানসিক যুবকের মৃত্যু

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কীটনাশক পান করে মানসিক ভারসাম্যহীন কায়েম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্রীপুর গ্রামের মো. নুর মিয়ার তৃতীয় ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় সে বিষপান করলে রাত ৯টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা যায়, পরিবারের লোকজনের অজ্ঞাতে কীটনাশক পান করে মানসিক ভারসাম্যহীন কায়েম আলী। কীটনাশক পানের পর তার জ্বালা যন্ত্রনা শুরু হলে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সে মারা যায়। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।