গাঙ্গুলি টস প্রথা বাতিলের বিপক্ষে

রাজু ফকির স্টাফ রিপোর্টার//
ক্রিকেটে নতুন নতুন নিয়ম সংযোজন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইসিসি এবার টেস্ট ক্রিকেট থেকে টস প্রথা বাতিল করে দেয়ার কথা বলছে। এখনো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পক্ষেই রয়েছে আইসিসি। তবে ভারতের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তী ব্যাটসম্যান সৌরভ গাঙ্গলী টস প্রথা বাতিলের বিপক্ষে অবস্থান করছেন।
টস প্রথার কারণে স্বাগতিক দেশ বাড়তি সুবিধা পেয়ে থাকে এবং নিজেদের মন মতো উইকেট বানিয়ে সফরকারীদের নাকানি-চুবানি খাইয়ে দেয় বলে টস প্রথা বাতিল করার কথা ভাবছে আইসিসি। কিন্তু গাঙ্গুলির মতে টস প্রথা থাকলেও এটি স্বাগতিকদের খুব বেশি সুবিধা দেয় না। বাঁহাতি এই ব্যাটসম্যান ছাড়াও ভারতের সাবেক দুই ক্রিকেটার বিষান সিং বেদি এবং দ্বিলিপ ভেংসরকারও টস প্রথা বাতিলের বিপক্ষে নিজেদের মত দেন।
গাঙ্গুলি বলেন, ‘এখনো টস প্রথা বাতিল হয়নি! তাই এখন দেখার বিষয় এটি (টস প্রথা) আসলেই উঠিয়ে দেয়া হয় কিনা। ব্যক্তিগতভাবে আমি টস প্রথা বাতিলের পক্ষে নই। কেননা স্বাগতিক দেশ টসে হেরে গেলে তো আর হোম অ্যাডভান্টেজ কাজ করে না। টস প্রথা বাতিল করা ঠিক হবে না।’