ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে

এস এম রহমান হান্নান স্টাফ রিপোর্টার//
অসুস্থবোধ করায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হাসপাতালা ভর্তি করা হয়েছে। রোববার তাকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ও ফিলিস্তিনি কর্মকর্তারা; কিন্তু নেতার অবস্থা সম্পর্কে তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৮২ বছর বয়সী আব্বাসকে এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হল। এবার অন্তত এক রাত তাকে হাসপাতালে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার আব্বাসের কানে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু শনিবার দিবাগত রাতে কিছু সময়ের জন্য তাকে ফের রামাল্লার আল-ইসতিশারি হাসপাতালে ফিরতে হয়েছিল, জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
এরপর রোববার ফের তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়, এবার শুধু ‘মেডিকেল টেস্টের’ জন্য তাকে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।