মঠবাড়িয়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিষপানে আসমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার রাতে হাসপাতাল থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে। নিহত আসমা আক্তার উপজেলার ভাইজোড়া গ্রামের জালাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানাগেছে, গত জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানুষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার বিকেলে সকলের অগোচরে আসমা আক্তার বিষপান করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।