বাংলাদেশের টি-২০ দল ঘোষণা আফগানিস্তানের বিপক্ষে

সবুজ বাংলা ডেস্ক//
ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ৩, ৫ ও ৭ জুন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ায় নিরাপত্তার কারণে ভারতেই হোম ভেন্যু বানিয়ে খেলে আসছেন আফগানরা।
আগামী ২৯ মে ভারতের দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ৩০ ও ৩১ মে অনুশীলন করবে সাকিব-মাহমুদউল্লাহরা। ১ জুন খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২ জুন অনুশীলনের পর ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এরপর ৫ ও ৭ জুন বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ জুন দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল,
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসান মিরাজ।