স্বরূপকাঠিতে কিশোরীকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির বালিহারী গ্রামের এক কিশোরীকে (১৪) পাশবিক নির্যাতনের অভিযোগে মামুন পেয়াদা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই নির্যাতিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ মামুনকে গ্রেফতার করেন। আজ রোববার সকালে গ্রেফতারকৃতকে পিরোজপুর কোর্টে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারকৃত ধর্ষক মামুন বালিহারী গ্রামের আ. হাকিমের পুত্র। সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো.গাউস মিয়া তালুকদার জানান বালিহারী গ্রামের ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে মামুন পেয়াদা একাধিকবার পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়রা শনিবার বিকেলে মামুন পেয়াদাকে ধরে তার কাছে নিয়ে আসেন। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে ঘটনার সত্যতা পান এবং ধর্ষককে পুলিশর হাতে তুলে দেন।