পিরোজপুরে যুদ্ধাপরাধ মামলার পাঁচ আসামি গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতার কৃতার হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার (৭৫), আব্দুল মান্নান হাওলাদার (৭৪), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি (৮৮), আশরাফ আলী হাওলাদার (৬৭) ও ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ (৬৮)। অসুস্থতার কারনে মো. ফজলুল হককে পুলিশ প্রহরায় এ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেছেন ডিবি পুলিশ আসামিদের নিজ নিজ বাড়ি থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করে ওই দিনই পাঁচ আসামিকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করে।