স্বরূপকাঠিতে প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল গ্রামে প্রতিবন্ধি এক গৃহবধুকে ধর্ষন করেছে লম্পট আলমগীর হোসেন (৪৫)। গত ১৩ মে সন্ধ্যায় ওই গ্রামের যদুর ভিটা নামক এলাকায় ওই ঘটনা ঘটে। ধর্ষিতার স্বামী থানায় মামলা করলে গতকাল বুধবার মেডিকেল পরীক্ষার জন্য তাকে পিরোজপুর পাঠানো হয়েছে। বিবরনে জানাগেছে, হতদরিদ্র ওই গৃহবধু পার্শবর্তী বাড়ীতে কাজ সেরে নিজ বাড়ী ফেরার পথে লম্পট আলমগীর হোসেন তাকে কৌশলে আলতাফ মিয়ার ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ বিষয়টি স্বামীকে জানালে আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করতে সাহস পায়নি। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিদের জানালে তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই কে. এম. মজিবর হোসেন জানান, আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।