মঠবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেজকী গ্রামে আজ বুধবার দুপুরে বজ্রপাতে ইয়াসিন দর্জি (৯) নামের এক স্কুলছাত্র মারা গেছে। মৃত ইয়াসিন দরজি উত্তর ভেজকী গ্রামের ইউনুস দরজির ছেলে। সে স্থানীয় উত্তর ভেজকী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জমাদ্দার জানান, বুধবার দুপুর বৃষ্টি শুরু হলে ইয়াসিন দরজি বাড়ির সামনের মাঠে থাকা গরু আনতে যায়। দুপুর একটার দিকে বজ্রপাতে ইয়াসিন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।