আগৈলঝাড়ায় তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি,জয় রায়//
বরিশালের আগৈলঝাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, এসআই মনিরুজ্জামান প্রমুখ।
সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপি কর্মশালায় সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, এনজিও কর্মকর্তা, শুশীল সমাজের প্রতিনিধিসহ ৬০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রাক ধারণা যাচাইয়ের উপর তথ্য অধিকার আইনের উপর মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন কর্মকর্তাবৃন্দ।