বিশ্বকাপ দল ঘোষণা করলো ব্রাজিলের

আবদুল্লাহ আল নোমান//
রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। নেইমারের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বপ্নে রাশিয়া যাবে কোচ তিতের দল। তবে শেষ সময়ে দানি আলভেসের ইনজুরি ব্রাজিলিয়ানদের জন্য বড় একটি ধাক্কা হয়ে এসেছে। তাছাড়া ইনজুরি থেকে ব্রাজিলিয়ান তারকা নেইমার এখনো পুরোপিুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেনি।
দানি আলভেস দলে যায়গা পাবেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। তার জায়গায় দলে এসেছেন ফ্যাগনার। পরিচিত মুখের মধ্যে কেবল দানি আলভেস নেই ব্রাজিল দলে। বাকি সবাই যায়গা পেয়েছেন তিতের বিশ্বকাপ দলে।
২১ মে দলের খেলোয়াড়দের ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। ২৭ মে দলটি উড়াল দেবে লন্ডনের উদ্দেশে। ২৮ মে এখানে যোগ দেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলা দলের বাকি সদস্যরা। ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। ১০ জুন ভিয়েনায় আরেকটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ১১ জুন রওনা দেবে রাশিয়ায়। ১৪ জুন বিশ্বকাপের উদ্বোধনের তিন দিন পর ব্রাজিলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ দল
গোলকিপার: আলিসন (রোমা), এদেরসন (ম্যান সিটি), কাসিও (করিন্থিয়ানস)।
ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল), দানিলো (ম্যান সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো), ফাগনার (করিন্থিয়ানস), মার্কুইনহস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), পেদ্রো জেরোমেল (গ্রেমিও)।
মিডফিল্ডার: উইলিয়ান (চেলসি), ফার্নানদিনহো (ম্যান সিটি), পাউলিনিহো (বার্সা), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), কাসেমিরো (রিয়াল), ফিলিপে কুতিনিহো (বার্সা) ফ্রেড (শাখতার)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), ডগলাস কস্তা (জুভেন্টাস), তাইসন (শাখতার)।