কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধিতে ইসলামিক মিশনের কনফারেন্স

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কেন্দ্রের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ ও বৃদ্ধির জন্য আলীম উলামা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে কনফারেন্স। গতকাল মঙ্গলবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ইসলামিক মিশন শমশেরনগর কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. খাইরুল আমীন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা কার্যালয়ের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, শাহীন আহমেদ, বিএএফ শাহীন কলেজের ধর্মীয় শিক্ষক মাও: মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাও: আয়াজ আহমেদ মোহাদ্দেস এবং মসজিদ ইমাম ও খতিব প্রমুখ।
আলোচকরা বলেন, হালাল উপার্জন দ্বারা যাকাত দেয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। তাই জুম’আর খুতবায় ও নামাজের সময়ে মুসল্লিগণের সম্মুখে ইমামদের এ বিষয়ে আলোচনার মধ্যদিয়ে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করা। তাছাড়া নিজ নিজ অবস্থান থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করাই ঈমানী দায়িত্ব।