হাজীপুর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পীরেরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক আর নেই। গতকাল(১৫ মে) মঙ্গলবার দুপুর ২টায় পীরেরবাজার নিজ বাড়ীতে মৃতে্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদরুগে আক্রান্ত হয়ে বাড়ীতে ছিলেন।
মৃত্যুকালে উনার বয়স (৭৯) বছর, তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পূত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার রাত ৯টায় মরহুমের জানাযার নামাজ পীরেরবাজার ঈদগা মাঠে শেষে উনার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, সাংবাদিক জয়নাল আবেদীন, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, ডা. আব্দুল মালিকসহ অসংখ্যজন।