গৌরনদী প্রতিনিধিঃ
গত ১৩ মে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. আলম চিকিৎসার জন্য ভারতের তামিল নাড়– (ভেলড় গেছেন । তিনি দীর্ঘদিন যাবত(STRICTURE URETHRA)এ রোগে আক্রান্ত হওয়ায় ৪ দফা ভারতের তামিল নাড়– (ভেলড়) গিয়েছেন। এর আগে-২০১৪ইং সালে তিনি কোলকাতা ব্লিস নার্সিং হোম এ সার্জন ডাঃ কৌসিক চক্রবর্তিকে দিয়ে(STRICTURE URETHRA WITH METAL STENOSIS) এ অপারেশন করান, কিণÍু তাতেও তিনি সুস্থ হয়ে উঠেননি। পরবর্তি কালে ঐ চিকিৎসক তাকে ভেলড়ে যাবার পরামর্ষ দেন। কোলকাতার ডাক্তারদের পরমর্ষ নিয়ে তিনি ভেলড়ে যান, সেখানে গিয়ে সি এম সি হসপিটাল ও নারায়ওনি হসপিটাল এ ডাক্তার কার্তিকয়ায়নকে দেখান,এবং সেখানে সব ধরনের পরীক্ষা করান। রিপোর্ট দেখে সেখানকার ডাক্তার কার্তিকয়ায়ন সাংবাদিক আলমকে আবার এই(STRICTURE URETHRA) অপারেশনের কথা বলেন। ১৩ মে সকালে সড়কপথে সাংবাদিক এম. আলম চিকিৎসার জন্য ভারতে গেছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।