ভারতের প্রখ্যাত পীর হযরত মাওলানা মোবারক আলী রহমানী ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে

মাইনুল ইসলাম নেছারাবাদ খেকে
গত ১৩ জুলাই বশিরহাট ২৪ পরগনা ভারতের প্রখ্যাত পীরে কামেল ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা আলহাজ্ব হযরত মাওলানা মোবারক আলী রহমানী ( দাঃ মাঃ ) ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে তাশরীফ আনেন। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদের পীরে কামেল মুসলিম মিল্লাতের ঐক্যের কান্ডারী আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান ( দাঃ মাঃ ) । আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ দরবার শরীফের পীর সাহেবের এক মাত্র ছাহেবজাদা মুহাম্মাদ তকী ও বিশিষ্ট আলেম ওলামারা।