আবদুল্লাহ আল নোমান//
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলের দাবি, বিক্ষোভকারীরা সীমান্তের কাঁটাতার ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। হামাসের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
আজ স্থানীয় সময় সোমবার পবিত্র শহর জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ছিল তেলআবিবে।
জেরুজালেমে মার্কিনিদের দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জারেড কুশনার উপস্থিত থাকার কথা জানিয়েছে বিবিসি।
ফিলিস্তিনিদের ধারণা যুক্তরাষ্ট্র পুরো জেরুজালেম শহর নিয়ন্ত্রণে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। অথচ জেরুজালেমের পূর্ব অংশের দাবিদার ফিলিস্তিন। সেখানে পবিত্র আল-আকসা মসজিদের অবস্থান। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরের জনগণ গত ছয় সপ্তাহ ধরে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ স্লোগানে বিক্ষোভ করেছে।