গৌরনদীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী পালন করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা ওই প্রশিক্ষন কর্মসূচী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষন) মোঃ সালাহ্উদ্দিন।
প্রশিক্ষন কর্মসূচীতে গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা, সরকারী বে-সরকারী কলেজের অধ্যক্ষ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি-সাধারন সম্পাদক, ৭টি ইউনিয়ন পরিষদের সচীবগন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগন অথবা তাদের প্রতিনিধিসহ সর্বমোট যাট জন প্রশিক্ষনার্থী ওই প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহন করেন। প্রশিক্ষনের শুরুতে প্রাক ধারনা যাচাই ও শেষে মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়।