গৌরনদীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ আয়োজনে গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত জন অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ভূইয়া মোঃ আতাউর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলার ৩ নং চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে চিত্ত, ৭ নং সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার এসএম ফরিদ উদ্দিন।
বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, বিআরডিবির ফিল্ড অফিসার মোঃ রুহুল আমীন প্রমুখ।