গৌরনদীতে শিশুদের পরিচর্যা বিষয়ক ৪দিনব্যাপী এক প্রশিক্ষন কোর্স সমাপ্ত

0
(0)

গৌরনদী প্রতিনিধি//
ন্যাশনাল নিউটেশন সার্ভিস ও বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যেগে স্থানীয় চিকিৎসক, নার্স ও ফার্মাসিষ্টদের অংশগ্রহনে বরিশালের গৌরনদী উপজেলা সদরের শারমিন ক্লিনিকে অনুষ্ঠিত শিশুদের পরিচর্যা বিষয়ক ৪দিনব্যাপী এক প্রশিক্ষন কোর্স কতকাল মঙ্গলবার দুপুরে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষনের শেষ দিনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বেবী ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ বিষয়ক কোর্সটির সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে শারমিন ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আর,এম ইস্কান্দারের সভাপতিত্বে ওইদিন দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা সদরের শারমিন ক্লিনিকের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কোর্সের সমাপ্তি ঘোষণা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত গৌরনদী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিরন্ময় হালদার, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, ডাঃ মোহাইমিনুল ইসলাম, বরগুনা সদর হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডাঃ উত্তম কুমার বক্সী, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া রানা।
শেষে প্রধান অতিথি প্রশিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, ৪দিনব্যাপী অনুষ্ঠিত বেবী ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ বিষয়ক ওই প্রশিক্ষন কোর্সে স্থানীয় চিকিৎসক, নার্স ও ফার্মাসিষ্ট মিলে সর্বমোট ১৮জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন গ্রহন করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.