গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী পদে নিয়োগ প্রার্থীদের দুই দিনব্যপী ভাইভা পরীক্ষা সমাপ্ত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী পদে নিয়োগ প্রার্থীদের দুই দিনব্যাপী ভাইভা পরীক্ষা গতকাল শনিবার বিকেলে সমাপ্ত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, গত পরশু শুক্রবার ও গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাকুরী প্রার্থীদের দুই দিনের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ৬০টি পদের বিপরীতে ৪শ ২০জন প্রার্থী ওই ভাইভা পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও গত পরশু শুক্রবার ও গতকাল শনিবার অনুষ্ঠিত দুই দিনের ভাইভা পরীক্ষায় সর্বমোট ২৭১ জন প্রার্থী দপ্তরি কাম নৈশ প্রহরী পদে চাকুরী পেতে ভাইভা পরীক্ষায় অংশ গ্রহন করে।
গৌরনদী উপজেলা শিক্ষা অফিসাব ফয়সল জামিল জানান, ভাইভা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি নিজে। স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রতিনিধি হিসেবে ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার ধাম, কখোনো কখোনো কখোনো উপজেলা চেয়ারম্যান নিজেও ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগন ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন।