জবা ফুলের কার্যকরীতা

আবদুল্লাহ আল নোমান//
জবা ফুল স্বাস্থ্যের ও ত্বকের অনেক উপকার করে থাকে। এর তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ এবং আলফা-হাইড্রোক্সিল এসিড থাকে। চুলের গোড়া মজবুত করতে এটি সাহায্য করে। জবা ফুলের তেল নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন চুলে লাগানোর অভ্যাস করলে চুলের গোড়া শক্ত ও চুল পড়া বন্ধ হয়। খুশকি কমাতে জবা ফুল দারুণ কার্যকরী। প্রথমে অল্প পরিমাণ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরে পরিমাণ মতো অলিভ অয়েল এবং জবা ফুলের তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথায় লাগানোর পর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করলে খুশকির সমস্যা দূর হয়। অকালে চুল পাকা রোধে জবা ফুল বেশ কার্যকরী। কয়েকটি জবা ফুলের গুঁড়া, এক কাপ পরিমাণ দই, জবা ফুলের তেল ওই গুঁড়ার সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে। কিছু সময় রেখে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুলের আদ্রতা রক্ষায়ও জবা ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবা ফুলের তেল, আমলা পাউডার ও লেবুর রস মিশিয়ে স্কাল্পে লাগান। আধঘণ্টা রেখে চুলটা ভালো করে ধুয়ে ফেলুন। এই অভ্যাসে চুল আদ্র হওয়ার পাশাপাশি হয় আরো বেশি উজ্জ্বল।