স্বরূপকাঠিতে ৮১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে এবারের এসএসসি পরীক্ষায় ৮১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ফলাফলে দ্বিতীয় স্থান লাভ করেছে । এছাড়াও সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন,চান মিয়া মাধ্যমিক বিদ্যালয় ৪,সোহাগদল কেপি ইউ মাধ্যমিক বিদ্যালয় ৩,উ.প.সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় ৩,এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ৩,আকলম মুসলিম মাধ্যামিক বিদ্যালয় ৩,মাহমুদকাঠি ইছামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ৩,বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় ৩,আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয় ৩,আলকিরহাট আর এ মাধ্যমিক বিদ্যালয় ২,বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় ২, নান্দুহার ইলুহার ইউনাইটেড মাাধ্যমিক বিদ্যালয় ২, ঠাকুরহাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয় ২,গনকপাড়া ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় , রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ,বালিহারি মাধ্যমিক বিদ্যালয় ,সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ,বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় ,আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ,একুশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ,বয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ,পশ্চিম সোহাগদল শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ,স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ,অলংকারকাঠি মাধ্যমিক বিদ্যালয় ,সামসুন্নাহার হালিম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।