পিরোজপুরে শ্রমিকদের মে দিবস পালন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ইমারত নির্মান, করাতকল ও ইলেকট্রিশিয়ান শ্রমিকদের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে ওই তিন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে জগন্নাথকাঠি বন্দর থেকে এক র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন দাবী এবং অধিকারের উপরে আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠন তিনটির উপদেষ্টা মো. মহিবুল্লাহ, ইমারত নির্মান শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সম্পাদক মো. লালন হাওলাদার, করাতকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. ইউনুস ও ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতা মো. আব্দুস সালাম প্রমুখ। এ ছাড়াও কার্গো ও নৌযান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।