স্বরূপকাঠিতে শ্রমিকলীগের মে দিবস পালন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে মহান মে দিবস পালন করেছে উপজেলা শ্রমিকলীগ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. সিরাজুল ইসলাম ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুস সালাম সিকদার, প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর, মো. আতিকুল্লাহ, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. ফারুখ হোসেন, কাউন্সিলর মো. নুরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আলী আজিম বাচ্চু, উপজেলা যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. আবুল বাশার ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান খান প্রমুখ।