২৫ আসনের চুড়ান্ত সীমানা বিণ্যাস পিরোজপুর ও বরগুনায় হতাশা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫ টি আসনে পরিবর্তন এনে চুড়ান্ত সীমানা বিন্যাস করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহম্মেদ। সম্মেলনে সচিব বলেন সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৩৮ টি আসনের সীমানা পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গেজেট প্রকাশ করে। এতে আপত্তি জানিয়ে ৪০৭ টি এবং পক্ষে ২২৪ টি আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। এসব আপত্তির শুনানী শেষে আজ সোমবার চুড়ান্ত গেজেট প্রকাশিত হয়। যেসব আসনে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হল নীলফামারী- ৩ ও ৪, রংপুর-১,২ ও ৩, কুড়িগ্রাম-৩ ও ৪, সিরাজগঞ্জ- ১ ও ২, খুলনা- ৩ ও ৪, জামালপুর- ৪ ও ৫, নারায়নগঞ্জ- ৪ ও ৫, সিলেট- ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাক্ষ্মণবাড়িয়া- ৫ ও ৬, কুমিল্লা- ৯ ও ১০ এবং নোয়াখালী – ৪ ও ৫ আসন। অক্টোবরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে অক্টোবরের কত তারিখে ঘোষনা হবে সেটা জানানো হয়নি। এদিকে বিন্যাস হওয়া আসনগুলির মধ্যে পিরোজপুর- ১,২ ও ৩ এবং বরগুনা-১ আসন না থাকায় ওই দুই জেলাবাসীর মধ্যে চরম হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। এই দুই আসনের বিন্যাস দাবী করে নির্বাচন কমিশনে বেশ কিছু আবেদন করা হয়। গত ২১ এপ্রিল নির্বাচন কমিশনে এই দুই আসনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে আবেদনকারীরা অংশ নিয়ে আসন বিন্যাসের যৌক্তিকতা তুলে ধরেন। এর পরে তারা আসন বিন্যাসের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু আজকে ঘোষিত তালিকায় ওই দুই জেলার আসন অপরিবর্তিত থাকায় দুই জেলাবাসীর মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।