গৌরনদীতে বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালকের প্রেস ব্রিফিং

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
সোমবার সকালে বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদেরকে ফ্রিফিং করেন।
প্রেস ব্রিফিংকালে তিনি সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরন, টেকসই উন্নয়ন লক্ষ্য সমূহ (এসডিজি) অর্জন জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে আলোচনা সভার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করেন।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আশিষ হালদার। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহছান উল্লাহ, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় তথ্য অফিসের কম্পিউটার অপারেটর আসাদুছ ছোবাহান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস, এম জুলফিকার, সঞ্জয় কুমার পাল, সহ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সহ সম্পাদক নারগিস সুলতানা, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা প্রমুখ।