স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত ক্ষয়ক্ষতি ৫ লক্ষ টাকার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি সদর ইউনিয়নের রাহুতকাঠি গ্রামে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সংগঠিত অগ্নিকান্ডে মো. ফরিদ ঘরামী নামের এক ব্যাবসায়ির দ্বিতল ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়। জানা গেছে ওই রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রাপাত হয়। পরিবারের লোকজন আগুন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই ঘরটি সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মিরা জানান ওই এলাকার যোগাযোগ ব্যাবস্থা খারাপ থাকায় তাদের পৌছাতে দেরী হয়েছে।