পিরোজপুরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী ও শশুর খুন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট আবাসনে বৃহস্পতিবার রাত ৮টায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত জামাই আপন সারেং স্থানীয় শহিদ মিনারের কাছে ওৎ পেতে থেকে উপুর্যুপুরি ছুরিকাঘাতে স্ত্রী ও শ^শুরকে হত্যা করে। এসময় স্ত্রীর ছোট বোন হিরা (১৩) আহত হয়। প্রত্যক্ষদর্শী হিরা জানায় পাড়েরহাট বন্দরের বাজার থেকে বাবার সঙ্গে তরমুজ কিনে ফেরার পথে ভগ্নিপতি আপন পিছন দিক থেকে প্রথমে বোন রিপাকে (২০) এবং বাধা দিতে গেলে বাবা জাহাঙ্গীরকে (৪০) ছুরিকাঘাত করে। এসময় হিরাকেও ছুরিকাঘাত করলে হিরা আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাকিল সরোয়ার রিপা ও জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করেন। এ ব্যপারে ওই এলাকার ইউপি সদস্য মোহসিন হাওলাদার বলেন, আপন রাজ মিস্ত্রীর যোগানদাতা হিসেবে কাজ করতো। সে মাদকাসক্ত হওয়ায় পারিবারিক জীবনে প্রায়ই কলহের সৃষ্টি হতো। এ কারনে রিপা কিছুদিন আপনের সঙ্গ ত্যাগ করেছিলো। খুন করে পালানোর সময় স্থানীয়রা ঘাতক আপনকে তাড়া করে ধরে পুলিশে সোপর্দ করে। এ বিষয় ইন্দরকানী থানার ওসি নাসির উদ্দিন বলেন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। নিহত রিপার আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।