স্বরূপকাঠিতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে দেড় কেজি গাঁজাসহ উপজেলার চিহ্নিত মাদক ব্যাবসায়ী জামাল (৫০) ও রিপনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই আর এম জাকির হোসেন ও এ এস আই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী জামালের কৌরিখাড়ার বসত ঘরে অভিযান চালিয়ে জামাল ও রিপনকে আটক করে। এসময় ঘরে তল¬াসী করে ওই গাঁজা উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি কে.এম. তারিকুল ইসলাম বলেন, জামাল দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল তার বিরুদ্ধে বানাড়ীপাড়ায় মাদকের মামলা রয়েছে। এ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।