গৌরনদীতে বড়ভাই ও ভাইর বউয়ের হামলায় ছোটভাই নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
জমিজমার বিরোধ ও দীর্ঘ পারিবারিক কলহের জেরধরে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা পশ্চিম ভূরঘাটা গ্রামে মালয়শিয়া প্রবাসী বড়ভাই নজরুল আকন ও ভাইর বউ রেহেনা বেগম (৩৫) এর হামলায় সৌদি প্রবাসী ছোটভাই বাদল আকন (৩৮) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানাগেছে, ওই গ্রামের গোলাম আলী আকনের মেঝ ছেলে মালয়শিয়া প্রবাসী নজরুল আকন (৪০) ও তার ছোটভাই সৌদী প্রবাসী বাদল আকন (৩৮) এর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর ফলে তারা দেশে না থাকলেও তাদের স্ত্রীদের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলছিল। এক পর্যায়ে গত ৪ মাস পূর্বে দেশে ফিরে আসেন মালয়শিয়া প্রবাসী নজরুল আকন, এরপর গত ১৫ এপ্রিল দেশে ফিরে আসেন তার ছোটভাই সৌদি প্রবাসী বাদল আকন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাদল আকন তার বাবাকে ডেকে নিজের বাসভবনের পাশ থেকে বড়ভাই নজরুলের একটি মুরগীর খোপ সরাতে বলেন। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে বড়ভাই নজরুল ছোটভাই বাদলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। পরে এতে যুক্ত হয় বড়ভাইয়ের স্ত্রী, তাদের ভগ্নিপতি ও চাচাতো ভাইদের কয়েকজন। ঝগড়া ঝাটির এক পর্য়ায়ে বড়ভাই নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগম মিলে বাদল আকনকে বেদম মারধর করে। এ সময় বেহানা বেগম বাদলের অন্ডকোষ চেপেধরে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, ঘটনার পরপরই হত্যার ঘটনায় অভিযুক্ত বড়ভাই নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগম পালিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামী করে গতকাল বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন।