গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতাসহ অধিকাংশ সদস্যের বার্ষিক সাধারন সভা বর্জন

0
(0)

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে অবমূল্যায়নের অভিযোগে শুক্রবার অনুষ্ঠিত বরিশালেব গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৩তম বার্ষিক সাধারন সভার অনুষ্ঠান বর্জন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মুঃ শাহীনসহ অধিকাংশ সদস্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ শাহীন অভিযোগ করে বলেন, সংগঠনটির বর্তমান সভাপতি উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি দাওয়াত পত্র পেয়ে আমি শুক্রবার সকাল ১০টায় আমার প্রানের সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারন সভায় যোগদান করি। দাওয়াত পত্রে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হলেও অনুষ্ঠানে আমাকে অতিথির সম্মান দেয়া হয়নি। ফলে সভাস্থলে আমি বিব্রতকর অবস্থায় পড়ি। এর পর সভায় উপস্থাপিত সংগঠনটির ২০১৬-১৭ অর্থ বছরের আর্থিক খরচের খাতের প্রতিবেদনে নানা অনিয়ম ও দুর্নীতি দেখে আমি আরও মর্মাহত হই। ওই প্রতিবেদনে খরচের খাতে দেখানো হয়েছে অফিস রক্ষনাবেক্ষন খরচ ২১ হাজার ১শত ৭৬ টাকা, ব্যবস্থাপনা নেতৃত্ব খরচ-৪৫হাজার ৮শ ৪৫ টাকা, বার্ষিক সাধারন সভার খরচ-৭৩ হাজার ৩শত ২০ টাকা। যার প্রথম দুটি খাত সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত। আর বার্ষিক সাধারন সভায় সাধারনত সর্বোচ্য খরচ হতে পারে ২০ হাজার টাকা। সেখানে ৫০ হাজার টাকারও বেশী অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। যা চরম আর্থিক অনিয়ম ও দুর্নীতির উৎকৃষ্ট প্রমান। এসব দেখে আমি সভা বর্জন করে চলে আসি। আমি চলে আসার পর সভায় যোগ দেয়া বেশ কয়েকজন সদস্য সভা বর্জন করে চলে আসে। এ খবর জানতে পেরে সভায় যোগ দিতে উদ্যোগী হওয়া সংগঠনের অধিকাংশ সদস্য সভায় যোগ দেননি।
প্রতিষ্ঠাতা সভাপতির করা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি কাজী আসাদুজ্জামান। অবমূল্যায়নের অভিযোগকে নাকচ করে দিয়ে তিনি বলেন, উনি সভাস্থলে এসে মূল্যায়নের সময় না দিয়েই সভাস্থল ত্যাগ করেছেন। থাকলে আমরা তাকে অবশ্যই মুল্যায়ন করতাম।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.