যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ হাপাতালে ভর্তি

0
(0)

আবদুল্লাহ আল নোমান//
রক্ত সংক্রমণজনিত কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নেয়া হয়েছে। তার স্ত্রী বারবারার মৃত্যুর কয়েকদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হলো।
এএফপি’র খবরে বলা হয়, ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রবিবার হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। তার অবস্থার ক্রমেই উন্নতি ঘটছে।
স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ. বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিকিৎসক ম্যাকগ্রা বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুশ। দেখে মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা এ বিষয়ে পরে আপডেট জানোবো। রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, বুশের রক্তে যে সংক্রমণ ধরা পড়েছে তা মারাত্মক। এ থেকে পচন রোগ সৃষ্টি হয়, যা প্রাণহানীর কারণ হতে পারে। জর্জ এইচ ডব্লিউ বুশের অবস্থা সঙ্কটজনক ছিল বলে তিনি বর্ণনা করেন। ওই সূত্র আরো বলেন, জর্জ বুশের রক্তের চাপ দ্রুত নেমে যেতে থাকে। বেশ কয়েকবার উদ্বেগ দেখা দেয় তাতে। মারাত্মক সংশয় দেখা দেয় যে, তিনি হয়তো কোমায় চলে যাচ্ছেন। তবে তিনি স্থিতিশীল ছিলেন।
কয়েক বছর আগে বুশ জানান যে, তিনি পার্কিনসন রোগে ভুগছেন। এর ফলে তিনি হাঁটার শক্তি হারিয়েছেন। তাই তাকে চলাফেরা করতে হয় হুইলচেয়ারে না হয় স্কুটারে করে। তার এই অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি পুরো পরিবারকে হতাশায় ফেলেছে। কারণ, গত মঙ্গলবারেই মারা গেছেন তার স্ত্রী বারবারা বুশ। এ সময় পর্যন্ত তাদের ছিল ৭৩ বছরের দাম্পত্য জীবন। এ জন্য আগে থেকেই পারিবারিক উদ্বেগ ছিল যে, বারবারা মারা গেলে কিভাবে তা মেনে নেবেন জর্জ এইচ ডব্লিউ বুশ, তার ভিতর কি প্রতিক্রিয়া হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.