পিরোজপুরে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মমতাজ বেগমকে (২০) হত্যার অভিযোগে আল আমিন (৩০) ও মুকুল বেগম (২৬) নামে দুই জনকে আজ দুপুরে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেয়। পাশাপাশি তাঁদেরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলো, মঠবাড়িয়া উপজেলার হোতখালী গ্রামের বাবুল মিয়ার ছেলে আল আমিন ও উপজেলার পাতাকাটা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে মুকুল আক্তার। আসামিরা পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আল আমিনের সঙ্গে উপজেলার চিত্রা গ্রামের ফারুক ফরাজীর স্ত্রী মমতাজ বেগমের ও মমতাজের চাচাতো বোন মুকুল আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। মুকুল বেগম তার প্রদিদ্বন্দ্বী মমতাজকে হত্যার পরিকল্পনা করে। ২০০৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় মুকুল আক্তার মমতাজকে মুকুলের খালা বাড়ি পাশর্^বর্তী গোলবুনিয়া গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এসময় আল আমিন তাদের সঙ্গে ছিল। রাত নয়টার দিকে গোলবুনিয়া গ্রামে একটি মাঠের মধ্যে আল আমিন ও মুকুল আক্তার মমতাজ হত্যা করে লাশ ফেলে রাখে। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে। মমতাজের স্বামী ফারুক ফরাজী বাদী স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আল আমিন ও মুকুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আল আমিন ও মুকুল আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.