আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

আবদুল্লাহ আল নোমান//
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও আরো ৫১ জন আহত হয়েছেন।রোববার দেশটির রাজধানীতে এ হামলা চালানো হয়। আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসির সংবাদে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে এই ভোটার রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
আমাক নিউজ এজেন্সি জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকসহ একটি বেল্ট পরে ছিলো। ভোটার নিবন্ধন কেন্দ্রটি দেশটির রাজধানীর পশ্চিম ্অঞ্চালের দাশে বর্জী এলাকা।
এর আগেও ভোটার নিবন্ধন চলাকালীন সময়ে চারটি বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান তালেবান ও আইএসরা সরকারের বিরুদ্ধে জনগনকে উত্তেজিত করার চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে।