স্বরূপকাঠিতে মাদকাসক্তের দায়ের কোপে আহত – ৫

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে তারেক (৩২) নামে এক মাদকাসক্তের দায়ের কোপে বাবাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালিহারী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত বোন নাসরিন ও প্রতিবেশি কবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদকাসক্ত তারেককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারেকের দায়ের কোপে কবিরের শিশু কন্যা তানজিলা (৬) প্রতিবেশি মুর্শিদা (৩৫) ও তারেকের বাবা সিদ্দিকুর রহমান আহত হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম তারিকুল ইসলাম বলেন, ঘটনার দিন তারেক তার বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে তার বাবাকে কোপাতে গিয়ে অন্যদের কুপিয়ে আহত করেছে। ঘটনার পরপরই তাবেককে আটক করা হয়েছে।