গৌরনদীতে মর্ডান চুলা ও জ্বালানি বিষয়ক প্রচারনা অভিযান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের ক্লিন হাউজহোল্ড এয়ার পলিউশন প্রকল্পের আওতায় সোসাল মার্কেটিং কোম্পানী (এস,এম,সি)র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মর্ডান চুলা ও জ্বালানি বিষয়ক প্রচারনা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা ইউএন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পরিচালিত ওই মর্ডান চুলা ও জ্বালানি বিষয়ক প্রচারনা অভিযান অনুষ্ঠানে ধোয়াবিহীন “উন্নত চুলার ব্যবহার সম্পর্কে অবহিতকরন এবং ওই চুলা ব্যাবহারে উদ্দুদ্ধ করন কার্যক্রম চালানো হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্দ দে, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, এস.এমসির প্রোগ্রাম স্পেশালিষ্ট মীর মোস্তাক আহম্মেদ, মনিটরিং অফিসার মোঃ মুয়ারফ হোসেন, এডমিন ফাইনান্স মোঃ আকমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এস.এম.সির ফিল্ড কো-অডিনেটর গোলাম মোর্শেদ বুলবুল। উন্মুক্ত বক্তব্য রাখেন ইউপি সদস্য রুপা আকতার, শিপ্রা দেবনাথ, এস.এম.সির ইউনিয়ন ফ্যাসিলেটর লাবিদ হোসেন, তানজিলা আকতার, শাহাবউদ্দিন লিটন, সুরমা আক্তার প্রমুখ।