মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরিকুল ইসলাম হাওলাদার (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তরিকুল পৌরশহরের দক্ষিণ থানাপাড়া এলাকার জসিম মুন্সীর ছেলে। হাসপাতাল সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে তরিকুল পৌর শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের দুবাই প্রবাসী শাহিন মিয়ার নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় টাইলস্ এর কাজ করছিল। পরে তৃতীয় তলার ছাদের পাশে গিয়ে বিদ্যুতের তারে úৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বাসার মালিক শাহিন মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।