গৌরনদীতে ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের বাসিন্ধা ও নলচিড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মালেক জোমাদ্দারের বাড়িতে হামলা, পূত্র বধুকে মারধর, মালামাল লুট ও খড়ের পালায় আগুন দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়নি থানা পুলিশ। ফলে হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা মালেক জোমাদ্দারের পরিবারের সদস্যদেরকে একরে পর এক হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে।
মালেক জোমাদ্দার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ একই গ্রামের মৃত সামসুদ্দিন গাঁজীর ছেলে সবুজ গাঁজী, জলিল গাঁজী. হারুন গাজী, ও জলির গাঁজীর ছেলে জাকির গাঁজীসহ অজ্ঞাতনামা ৪/৫ ব্যাক্তি গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ধারালো অশ্র, লোহার রড, লাঠিশোটা নিয়ে তার বাড়িতে চড়াও হয়। এ সময় তারা মালেক জোমাদ্দারের নাম ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন তার পূত্রবধু ইমা বেগম দরজা খুলে বাইরে এসে গালি গালাজের প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ইমা বেগমের ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাকে রক্ষায় তার জা, ফারজানা আক্তার লুনা এগিয়ে গেলে হামলাকারীরা তাকে মারধর ও লাঞ্চিত করে এবং তার কাপড় চোপর টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। এরপর তারা ওই দুই নারীর ব্যবহৃত স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে ঘরে ঢুকে দুটি দামি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মালেক জোমাদ্দারের বসত ঘর সংলগ্ন খরের পালায় আগুন ধরিয়ে দিয়ে যায়। আগুন দেখে বাড়ির লোকজন ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে হাড়ি বালতি নিয়ে নেমে পানি ছুড়ে আগুন নিভিয়ে ফেলে। এর ফলে মালেক জোমাদ্দারের বসত ঘরটি আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। হামলায় আহত মালেক জোমাদ্দারের পূত্রবধু ইমা বেগম (১৯)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মালেক জোমাদ্দার জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করতে মঙ্গলবার সকালে তিনি গৌরনদী মডেল থানায় যান। থানা পুলিশ তার মামলা নেয়নি। মামলা না নিয়ে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পুলিশ মামলা না নেয়ায় হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা এখন মালেক জোমাদ্দারের পরিবারের সদস্যদেরকে একরে পর এক হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে।
এতে নিরুপায় হয়ে মালেক জোমাদ্দার বুধবার দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালের পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মালেক জোমাদ্দারের মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ দিলে মামলা নেব। আদালতে মামলা করার পরামর্শের ব্যাপারে তিনি বলেন পুলিশ এভাবে কাউকে পরামর্শ দেয় না।